নড়াইল-২ আসনে ‘কলস’ মার্কার বিশাল জোয়ার: বহিষ্কারের পর আরও শক্তিশালী মনিরুল ইসলাম!

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইল-২ আসনের নির্বাচনী সমীকরণ পাল্টে দিতে শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম। দলীয় বহিষ্কারাদেশের পর অনেকে ধারণা করেছিলেন তিনি দমে যাবেন, কিন্তু বাস্তবে ঘটল তার উল্টো। প্রচারণার প্রথম দিনেই ১৬ হাজার মানুষের বিশাল গণমিছিল নিয়ে রাজপথ কাঁপিয়ে নিজের শক্তির জানান দিলেন এই জনপ্রিয় নেতা।

বৃহস্পতিবার বিকেলে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মাঠ থেকে যখন মিছিলটি শুরু হয়, তখন সেটি মুহূর্তেই এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। ১৬ হাজারেরও বেশি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহর আজ মিছিলে মিছিলে প্রকম্পিত। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক এবং নতুন টার্মিনাল এলাকা প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তায় এসে শেষ হয়। হাজার হাজার মানুষের কণ্ঠে ‘কলস’ মার্কার সমর্থনে স্লোগান আর দীর্ঘ পথজুড়ে মানুষের ঢল প্রমাণ করেছে—তৃণমূলের নাড়ির স্পন্দন কার সাথে।

“১৬ হাজারেরও মানুষের এই দীর্ঘ মিছিলটি শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এক বিশাল মানবশৃঙ্খলে পরিণত হয়েছিল, যা নড়াইলের ইতিহাসে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় রাজনৈতিক জমায়েত।”

জোটের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে তৃণমূল নেতাকর্মীদের চাপে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামেন মনিরুল ইসলাম। এর জেরে গত ২১ তারিখ রাতে কেন্দ্রীয় বিএনপি থেকে তাঁকে বহিষ্কার করা হলেও, আজকের শোডাউন প্রমাণ করেছে যে পদ-পদবির চেয়ে সাধারণ মানুষের ভালোবাসাই তাঁর আসল শক্তি।

গণমিছিল চলাকালীন নড়াইলের জনপ্রিয় নিউজ পোর্টাল ‘চিত্রা প্রতিদিন’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম আবেগাপ্লুত কণ্ঠে বলেন:

নড়াইল বিএনপির দুঃসময়ে যারা বিগত ১৭ বছর জেল-জুলুম ও ত্যাগ স্বীকার করে রাজপথে ছিল, আজ তারা সবাই আমার সাথে আছে। তৃণমূল নেতাকর্মীদের অনুরোধ ও সাধারণ মানুষের চাপের মুখেই আমি নড়াইলবাসীর অধিকার আদায়ের জন্য প্রার্থী হয়েছি। ইনশাআল্লাহ, আগামী ১২ তারিখে এই জনতাকেই সাথে নিয়ে আমরা এক বিশাল বিজয় মিছিল করব।”

প্রথম দিনের এই বিশাল সফলতার পর মনিরুল ইসলামের সমর্থকরা এখন দ্বিগুণ উৎসাহে মাঠে নেমেছেন। নড়াইল-২ আসনের প্রতিটি ইউনিয়ন, গ্রাম এবং পাড়া-মহল্লায় এখন ‘কলস’ মার্কার পোস্টারে ছেয়ে গেছে। উঠান বৈঠক থেকে শুরু করে গণসংযোগ—সবখানেই সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথম দিনের এই ১৬ হাজার মানুষের জমায়েত নড়াইল-২ আসনের নির্বাচনী হিসেবে বড় ধরনের ওলট-পালট ঘটিয়ে দিয়েছে। স্বতন্ত্র প্রার্থী হলেও মাঠের লড়াইয়ে ‘কলস’ মার্কার পাল্লা এখন অনেক ভারী। বিশেষ করে বিএনপির একটি বড় অংশ এবং সাধারণ ভোটারদের সমর্থন মনিরুল ইসলামের দিকে ঝুঁকে পড়ায় মূল লড়াই এখন ত্রিমুখী থেকে দ্বিমুখী রূপ নিতে পারে।

নড়াইলের নির্বাচনী মাঠ এখন টালমাটাল। শেষ পর্যন্ত ‘কলস’ কি বিজয়ের বন্দরে পৌঁছাবে? উত্তর দেবে আগামী নির্বাচনের ব্যালট। তবে বর্তমান পরিস্থিতি বলছে, আলহাজ্ব মোঃ মনিরুল ইসলামকে উপেক্ষা করার শক্তি এখন আর কারও নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *